বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা কিংবা ভিক্টোরিয়া, ইকো পার্ক, সায়েন্স সিটির মতো জনবহুল পিকনিক স্পটগুলোতে ২৫ ডিসেম্বর মাত্রাতিরিক্ত ভিড় হয়। সেক্ষেত্রে রাস্তার যানজট অনেকের সমস্যার কারণ হওয়ায় বেশিরভাগ মানুষই কম সময় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পাতালসফর করতে ভালবাসেন। তাই অন্যান্য সময়ের তুলনায় ক্রিসমাসে যাত্রীসংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে নির্ধারিত সূচির বাইরে গিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেশি রাত পর্যন্ত পরিষেবা চালু রাখার ঘোষণা করেছে কলকাতা মেট্রো। গ্রিন ও ব্লু উভয় লাইনের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-রাজকোটে কাল বাংলা-বিদর্ভ
ক্রিসমাসের আলো ঝলমল মহানগরীতে মেট্রো সফর কালে যাতে কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশিকলকাতা মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বড়দিনে ব্লু লাইনে (Blue Line Metro) ২৭২টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে (Green Line Metro) ৬ মিনিট অন্তর চলবে মোট ২০১টি মেট্রো। সকালের প্রথম মেট্রোর দিনক্ষণে বিশেষ কোনও বদল নেই দক্ষিণেশ্বর- শহিদ ক্ষুদিরাম রুটে (ব্লু লাইন)। আগামী বৃহস্পতিবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬:৫৪ মিনিটের বদলে পাওয়া যাবে ৬:৫০মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে এবং দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। অর্থাৎ প্রায় এক ঘণ্টা বেশি চলবে মেট্রো।
আরও পড়ুন-আজব নিদান! বিজেপি রাজ্যে মহিলাদের ক্যামেরা ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
ক্রিসমাসের দিন গ্রিনলাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা বেজে ৪৫ মিনিটে। উল্টোদিকে মেট্রো ছটা উনচল্লিশ মিনিটে।তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০:১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০:২০ মিনিটে।

