প্রেমিকের (Uttar Pradesh Murder) সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। তারপরেই সিদ্ধান্ত নিলেন স্ত্রী। প্রথমে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি মেরে খুন। তারপর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হল। এরপর যাতে অভিযুক্ত স্ত্রীকে সন্দেহ না কড়া হয় সেই কারণে নিজেই থানায় গিয়ে স্বামীর নামে নিখোঁজ ডায়েরিও করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ধৃত মহিলার নাম রুবি ও তার প্রেমিকের নাম গৌরব। ভয়াবহ এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Murder) সম্ভল জেলায়। সম্প্রতি মুন্ডুহীন দেহ উদ্ধার হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। গ্রেফতার কড়া হয়েছে অভিযুক্ত মহিলা রুবি এবং তাঁর প্রেমিক গৌরবকে। পুলিশ সুপার কেকে বিষ্ণোই জানিয়েছেন, দুই অভিযুক্তকে ২০ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে। চন্দৌসি এলাকার চুন্নি মহল্লার বাসিন্দা রুবি। গত ১৮ নভেম্বর তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন। রুবি দাবি করেন, তাঁর স্বামী রাহুল গত কয়েক দিন ধরে নিখোঁজ। তার ঠিক এক মাসের মধ্যে গত ১৫ ডিসেম্বর ইদগা এলাকার একটি নালা থেকে ক্ষতবিক্ষত দেহাংশ উদ্ধার হয়। মাথা, হাত এবং পা উধাও ছিল।
আরও পড়ুন- হাঁসখালির নাবালিকা গণধর্ষণ-খুনে ৩ দোষীর যাবজ্জীবন, ৬ জনকেও শাস্তি
পুলিশ সুপার জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই দেহাংশ উদ্ধার করা হয়। সেটির ময়নাতদন্ত করা হয়। ফরেন্সিক পরীক্ষাও করা হয়। তদন্তের সময় দেখা যায়, দেহাংশের এক জায়গায় ‘রাহুল’ নাম উল্কি করা রয়েছে। রাহুলের ফোন নম্বর জোগাড় করে পুলিশ। তাঁকে ফোন করা হয়। কিন্তু পুলিশ জানতে পারে, গত ১৮ নভেম্বর থেকে রাহুলের ফোন বন্ধ। সেই সূত্র ধরে রাহুলের স্ত্রীকে তলব করে পুলিশ। এই ঘটনায় তাঁর হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ হয় পুলিশের। তার ভিত্তিতে রুবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সুপারের দাবি, জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা স্বীকার করেন রুবি।
গত মার্চে মিরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ গ্রেফতার হন স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লা। সৌরভের দেহ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখবন্ধ করে দেওয়া হয়। এবার সেই উত্তরপ্রদেশের সম্ভলেও একই ঘটনা।

