সূচি ও ক্লান্তি আজ কাঁটা ইস্টবেঙ্গলের

কাঠমান্ডু থেকে কলকাতায় ফেরার ৭২ ঘণ্টার মধ্যে ইন্ডিয়ান উওমেন্স লিগে অভিযান শুরু করছে ‘মশাল গার্লস’। ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন।

Must read

প্রতিবেদন : সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে বিদেশের মাটিতে ইতিহাস গড়ে ফিরেছে ইস্টবেঙ্গলের মেয়েরা। কাঠমান্ডু থেকে কলকাতায় ফেরার ৭২ ঘণ্টার মধ্যে ইন্ডিয়ান উওমেন্স লিগে অভিযান শুরু করছে ‘মশাল গার্লস’। ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন। আইডব্লুএলে খেতাব রক্ষার মিশনে কল্যাণীর মাঠে ফাজিলা ইকওয়াপুটদের প্রথম প্রতিপক্ষ মাদুরাইয়ের দল সেতু এফসি। কিন্তু জাতীয় লিগে নামার আগে লাল-হলুদ শিবিরকে ভাবাচ্ছে কঠিন সূচি এবং ক্লান্তি।

আরও পড়ুন-থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের, বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ

লিগে প্রথম ম্যাচে নামার আগে সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তিনি বলেন, টানা ম্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি চিন্তার বিষয়। কোচ হিসেবে আমি চেয়েছিলাম, ম্যাচটা দু’তিন দিন পিছিয়ে দেওয়া হোক। সব কিছু ভেবে সূচি ঠিক হলে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পেত। রবিবার রাতে শহরে আসার পর সোমবার মাত্র একটা দিন বিশ্রাম পেয়েছে মেয়েরা। মঙ্গলবার প্র্যাকটিস করে বুধবার ম্যাচ খেলতে হচ্ছে। আশা করি, খেলোয়াড়রা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে সেরাটা দেবে।
প্রতিপক্ষ সেতু এফসি-কে নিয়ে মাথা ঘামাতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। আইডব্লুএলে তিনজন বিদেশি খেলানো যায়। প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন অ্যান্থনি। তিনি জানিয়েছেন, ম্যাচের দিন প্রথম এগারো চূড়ান্ত করবেন। নিয়মিত সুযোগ না পাওয়া কয়েক জন খেলতে পারেন। কোচের পাশে বসে ফুটবলার কার্তিকা অঙ্গমুথু বললেন, খেতাব ধরে রাখার চাপ থাকবেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলে আমরা এটাতে অভ্যস্ত।

Latest article