উন্নাও গণধর্ষণ: জামিন পেয়ে গেল প্রাক্তন বিজেপি বিধায়ক

২০১৮ সালের ৮ এপ্রিল উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে বিচারের দাবিতে ধরনায় বসেছিল নির্যাতিতা ও তার পরিবার

Must read

নয়াদিল্লি : বিচারই পেল না উন্নাওয়ের (Unnao) নির্যাতিতা নাবালিকা। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়ে গেল ২০১৭ সালের ৪ জুন উন্নাওয়ের গণধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ২০১৮ সালের ৮ এপ্রিল উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে বিচারের দাবিতে ধরনায় বসেছিল নির্যাতিতা ও তার পরিবার।

আরও পড়ুন-থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের, বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ

সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। যোগীরাজ্যের গেরুয়া পুলিশ উল্টে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করে। পরে পুলিশির হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। সেই বছরই অভিযুক্ত কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত।

Latest article