প্রবল ঠান্ডা ও দূষণের দাপটে কাবু দিল্লি

প্রচণ্ড ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি৷

Must read

নয়াদিল্লি : প্রচণ্ড ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি৷ তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে৷ পারদ যত নিচে নামছে ততই বাড়ছে দিল্লি-সহ আশপাশের এলাকার বায়ুদূষণ৷ দিনের বেশির ভাগ সময় জুড়ে দিল্লি-সহ গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা, গ্রেটার নয়ডার মতো এলাকাগুলি ঢেকে যাচ্ছে ঘন ধোঁয়াশার চাদরে৷ মারাত্মক দূষণের জেরেই তৈরি হচ্ছে এই ধোঁয়াশা৷ অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক লোকজন৷

আরও পড়ুন-উন্নাও গণধর্ষণ: জামিন পেয়ে গেল প্রাক্তন বিজেপি বিধায়ক

শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাঁরা৷ শ্বাসকষ্টের পাশাপাশি চোখ জ্বালা, চোখ দিয়ে জলপড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে তাঁদের৷ একইরকমভাবে অসুস্থতার কবলে পড়ছে শিশুরাও৷ দিল্লির সব সরকারি হাসপাতালেই ভিড় বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা লোকজনের৷ এর পাশাপাশি বিক্রি বাড়ছে চোখের ড্রপ, মাস্ক এবং নেব্যুলাইজারের৷ এই পরিস্থিতিতে দিল্লি এবং তার আশপাশের এলাকার বাসিন্দা অগণিত লোকজনের দুর্দশা চরমে উঠেছে৷ দূষণের জেরে তৈরি হচ্ছে দৃশ্যমানতার সমস্যা৷ এই কারণে বিমান ও ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ একইসঙ্গে জাতীয় সড়ক সহ অন্যান্য রাস্তায় বাড়ছে দুর্ঘটনার প্রবণতাও৷
তাত্পর্যপূর্ণ হল, সদ্যসমাপ্ত সংসদীয় অধিবেশনে দিল্লি সহ গোটা দেশের দূষণ নিয়ে আলোচনার কথা থাকলেও সরকার তা হতে দেয়নি৷

Latest article