আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

সামনেই বড়দিন, ইংরেজি নববর্ষ ও গঙ্গাসাগর মেলা। তার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : সামনেই বড়দিন, ইংরেজি নববর্ষ ও গঙ্গাসাগর মেলা। তার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে এই বৈঠক বসতে চলেছে। রাজ্য সরকারের তরফে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-জয়নগরে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হতে পারে। তার মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়ায় রেল কোচ কারখানা গড়ে তুলতে টিটাগড় ওয়াগনসকে প্রায় সাড়ে তিনশো একর জমি দেওয়ার বিষয়টি। শিল্প ও কর্মসংস্থানের দিক থেকে এই প্রকল্পকে রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও উৎসবের মরশুমে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। বড়দিন, বর্ষবরণ এবং গঙ্গাসাগর মেলা—এই তিনটি বড় অনুষ্ঠানের সময় যাতে কোথাও কোনও অশান্তি না হয়, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

Latest article