আখলাক হত্যা মামলা: আদালতে জোর ধাক্কা খেল যোগী সরকার

আদালত স্পষ্ট করেছে যে, চলমান বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতো কোনও যথেষ্ট আইনি কারণ দেখাতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।

Must read

লখনউ : আদালতে জোর ধাক্কা বিজেপি সরকারের। উত্তরপ্রদেশের দাদরির বিসারা গ্রামে ২০১৫ সালের চাঞ্চল্যকর মোহাম্মদ আখলাক গণপিটুনি মামলায় সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিল গ্রেটার নয়ডার সুরজপুর জেলা আদালত। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে দায়ের করা এই আবেদনটির কোনও যুক্তিযুক্ত আইনি ভিত্তি নেই উল্লেখ করে আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, মামলা প্রত্যাহারের এই আরজি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাৎপর্যহীন। ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারার অধীনে সরকারি কৌঁসুলির করা এই আবেদনের ওপর গত ২২ ও ২৩ ডিসেম্বর শুনানির পর আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছে।

আরও পড়ুন-সরকারি গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোই লক্ষ্য, চার ধাপে নজরদারি

আদালত স্পষ্ট করেছে যে, চলমান বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতো কোনও যথেষ্ট আইনি কারণ দেখাতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া যথারীতি অব্যাহত থাকবে। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বিসারা গ্রামে এক ভয়াবহ উন্মত্ততার শিকার হয়েছিলেন মোহাম্মদ আখলাক। গোমাংস সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের প্ররোচনায় আখলাককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় স্থানীয় এক বিজেপি নেতার ছেলে এবং ভাই আছে। ২০২৫ সালের অক্টোবরে উত্তরপ্রদেশ সরকার এই মামলাটি প্রত্যাহারের আবেদন জানায়। সেই আর্জি এবার খারিজ করল কোর্ট।

Latest article