প্রতিবেদন : শীতের বেলায় উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ মন্ত্রী বীরবাহা হাঁসদার। স্থানীয় সংস্কৃতি, শিক্ষামূলক প্রতিযোগিতা, হরেকরকম পশরা নিয়ে মেলা, এসবেরই মেলবন্ধনে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। স্থান কুমুদ কুমারী বিদ্যালয় ও হিন্দু মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। আছে ৭০টির বেশি স্টল। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। পরিচালনায় আস্থা ওয়েলফেয়ার সোসাইটি।
আরও পড়ুন-অসমে গুলি, হত ২
সূচনার শেষে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ঝাড়গ্রামকে পর্যটকদের কাছে তুলে ধরতে উৎসবের আয়োজন। উৎসবের এবার দ্বিতীয় বছর। এই উৎসব নতুন প্রতিভা বিকাশেরও ঠিকানা। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় নতুন প্রতিভা পাড়ি দিয়েছে কলকাতাতেও। এছাড়াও যে প্রতিযোগিতাগুলির আয়োজন করা হয় সেখানে অংশ নিতে পারেন পর্যটকরাও। উৎসবের পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শীতকাল জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় উৎসব। হলদিয়া, দুর্গাপুর, বিষ্ণুপুর— রাজ্যের প্রায় প্রতিটি জায়গাতেই হয় উৎসবের আয়োজন। এই ভাবনা থেকেই ঝাড়গ্রাম উৎসবের পরিকল্পনা।

