সীমান্ত দিয়ে পাচার রুখতে সেনা এবং নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাদক পাচারের এবার নতুন পদ্ধতি নিয়েছে পাচারকারীরা। সীমান্ত এলাকায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে ড্রোনের সাহায্য নিয়ে পাচার করা হচ্ছিল হেরোইন। মঙ্গলবার, অমৃতসরের (Amritsar) লোপোকে থানার ডালেকে গ্রাম থেকে উদ্ধার হয়েছে মাদক ভর্তি প্যাকেট।
আরও পড়ুন-বর্ণাঢ্য সূচনা ঝাড়গ্রাম উৎসবের
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব এই মর্মে জানিয়েছেন, ওই এলাকার ড্রোন ওড়ার খবর পেয়েই সীমান্তরক্ষী বাহিনীকে (BSF) নিয়ে অভিযান চালায় অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। এরপরেই উদ্ধার হয়েছে ওই মাদক। একটি কৃষিজমির কাছে ড্রোন থেকে যে মাদক ফেলা হয় তার ওজন প্রায় ১২ কেজি ৫০ গ্রাম। ঘন কুয়াশার ফলে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে দৃশ্যমানতা মারাত্মক ভাবে কমে এসেছে আর সেটারই সুযোগ নিচ্ছে পাচারকারীরা। এমতাবস্থায় পঞ্জাবে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন-অসমে গুলি, হত ২
পঞ্জাব পুলিশ সূত্রে খবর গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করে দেখা হচ্ছে। অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স-এর পুলিশ সুপার গুরপ্রীত সিং এই বিষয়ে জানিয়েছেন, যাদের জন্য ওই হেরোইন পাঠানো হয়েছিল প্রাথমিক তদন্তে সেই সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। তাদের ধরার জন্য অভিযান চলছে। চলতি বছরে শুধু ডিসেম্বর মাসেই বিএসএফ সাতটি ড্রোন উদ্ধার করেছে। ওই ড্রোনগুলি ব্যবহার করে প্রায় ২৪ কেজি হেরোইন পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং প্রযুক্তিগত ও AI ব্যবহার করে যে সংযোগগুলি স্থাপন করা হয়েছে সেগুলি সনাক্ত করার জন্য প্রাথমিক তদন্ত চলছে।

