পর্যটন মরশুমে ৭ দিনই চালু সাফারি, সিদ্ধান্ত বন দফতরের

Must read

প্রতিবেদন : পর্যটকদের মনোরঞ্জনে পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর (west bengal forest department)। জঙ্গল সাফারির গতানুগতিক নিয়মে এল বদল। সাধারণত সপ্তাহে ছ-দিন সাফারি। বৃহস্পতিবার বন্ধ থাকে। এই নিয়ম মেনেই চলে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল। এবার ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি দু-দিনই বৃহস্পতিবার। এই দুটি দিনই পর্যটকদের ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। তাই ভরা পর্যটন মরশুমে পর্যটকদের মনরঞ্জনে জঙ্গলের রুটিনেও এবার বদল আনল বনদফতর। পর্যটক, পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়দের কথা ভেবে রবিবার একটি নোটিশ জারি করে ওই দু-দিন জঙ্গল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বনদফতর (west bengal forest department)। বড়দিন ও ইরেজি নববর্ষে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার খোলা থাকবে। জলদাপাড়ার চিলাপাতা, মাদারিহাট, শালকুমার ও কোদালবস্তি থেকে জিপসি ও হাতি সাফারি অন্যদিনের মতোই চালু থাকবে। অন্যদিকে, বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ বড়দিনে খোলা রাখার কথা ঘোষণা করলেও, ১ জানুয়ারি ছাড়ের বিষয়ে এখনও কিছু জানায়নি। বনদফতরের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে বক্সা টাইগার রিজার্ভের ডিএফডি (পূর্ব) দেবাশিস শর্মা বলেন, বছরের শেষ সময় পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই বৃহস্পতিবার হলেও সাফারি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জানুয়ারি নিয়েও কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির কার্যনির্বাহী সভাপতি বিমল রাভা বলেন, ডুয়ার্সের পর্যটন নির্ভর জঙ্গল সাফারির উপর। ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি সাফারি বন্ধ থাকলে ক্ষতি হত। বনদফতর এই সিদ্ধান্ত নেওয়ায় নিশ্চিন্ত।

আরও পড়ুন- মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি, মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মন্ত্রীর

Latest article