‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’: বড়দিনে মুখ্যমন্ত্রীর কথা-সুরে নতুন গান

Must read

প্রতিবেদন : বাংলার মানুষকে ক্রিসমাসের (Christmas) শুভেচ্ছা জানিয়ে নিজের কথা ও সুরে তৈরি নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এই গানের মধ্যে দিয়েও শান্তির কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। গানটির প্রথম দু-লাইন নিজেই লিখেছেন সোশ্যাল মিডিয়ায়— ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে’। বছরের বিভিন্ন সময়ে নানা উৎসব উদযাপন করে একাধিক গান লিখেছেন মুখ্যমন্ত্রী। একাধিক নামী শিল্পী সেসব গান গেয়েছেন। সুপার-ডুপার হিট হয়েছে সেইসব গান। বড়দিন উপলক্ষে এই নতুন গানও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। এই গানও নিশ্চিতভাবেই সুপার- ডুপার হিট হতে চলেছে।

আরও পড়ুন- পর্যটন মরশুমে ৭ দিনই চালু সাফারি, সিদ্ধান্ত বন দফতরের

Latest article