পাহাড়ে চাকরি বহাল ৩১৩ জন শিক্ষকের, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ

Must read

প্রতিবেদন : এভাবে চাকরি বাতিল করা যায় না। স্পষ্ট নির্দেশ বিচারপতির। ফলে পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের (Teachers) চাকরি বাতিল হচ্ছে না, তাঁরা বহাল থাকছেন স্বপদে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে জানাল ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। এ-মাসেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলায় ৩১৩ জন শিক্ষকের চাকরি বতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন শিক্ষকেরা।

আরও পড়ুন- এসআইআরে ১ লক্ষ মতুয়া বাদ! প্রতিবাদ করতেই গুন্ডামি বিজেপির

সেইমতো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই শিক্ষকেরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণে শিক্ষক (Teachers) নিয়োগ বন্ধ ছিল। এই বিষয়টিও বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ। তার পরই সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়। আপাতত, ১২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে রাজ্য সরকার ও মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশও দেওয়া হয়েছে।

Latest article