এবার রাজ্য ও নদিয়া স্বাস্থ্য দফতর মিলে ১৪টি ব্লকে খুলছে ন্যায্যমূল্যের ঔষধালয়

রাজ্য সরকারের উদ্যোগ এবং জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এবার নদিয়ার প্রতিটি ব্লকে খুলতে চলেছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান।

Must read

সংবাদদাতা, নদিয়া : রাজ্য সরকারের উদ্যোগ এবং জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এবার নদিয়ার প্রতিটি ব্লকে খুলতে চলেছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান। মূলত নদিয়ার সদর শহর কৃষ্ণনগর ও ৪ মহকুমায় এর আগেই রাজ্য সরকারের উদ্যোগে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হয়েছিল, যাতে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ সহজে ও কম পয়সায় ওষুধ কিনে চিকিৎসা করতে পারেন সেই কারণে।

আরও পড়ুন-ফেডারেশনের জোড়া প্রস্তাবে বিরক্ত ক্লাবেরা

এবার তার সুবিধা নদিয়ার প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দিতে উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ রঞ্জিতকুমার দাস জানান, এবার জেলার ১৪টি ব্লক হাসপাতালে খুলতে চলেছে নায্যমূল্যের ওষুধের দোকান। প্রাথমিক প্রক্রিয়া, সাইট সিলেকশন, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২-৩ মাসের মধ্যেই জেলার দশটি ব্লক হাসপাতালে এই সব দোকান চালু হবে।

Latest article