সংবাদদাতা, দার্জলিং: প্রশাসনের হস্তক্ষেপে বড় সমস্যার সমাধান। হাসি ফিরল পর্যটকদের মুখে। সমতল থেকেই গাড়ি করে টাইগার হিলে সুর্যদয় দেখতে যেতে পারবেন পর্যটকরা। বড়দিন আর বর্ষবরণের আগেই জট কাটল পাহাড়-সমতলের গাড়ি চলাচলের। আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ছন্দে ওঠা-নামা করবে গাড়ি। বুধবার রাজ্য প্রশাসনের নির্দেশে দার্জিলিংয়ের লালকুঠিতে পাহাড়ের চালকদের নিয়ে বৈঠক কিরে জিটিএ।
আরও পড়ুন-এবার রাজ্য ও নদিয়া স্বাস্থ্য দফতর মিলে ১৪টি ব্লকে খুলছে ন্যায্যমূল্যের ঔষধালয়
জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, জট কেটেছে। নতুন বছরের ১৬ তারিখ ফের আলোচনা হবে। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর থেকে জানানো হয়েছিল পাহাড়ের গাড়িতে সমতল থেকে কোনও পর্যটককে উঠতে দেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে পাহাড়ের গাড়ি নামতেও দেওয়া হবে না। এতে বড়দিনের আগে ভরা পর্যটন মরশুমে পর্যটকদের সমস্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। গত কয়েকদিন থেকে সমতলের কোনও গাড়িকেই পাহাড়ের ডেস্টিনেশনগুলিতে (সাইট সিনে) যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছিল। প্রসঙ্গত, পাহাড়ে সমতলের গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে সমতল এলাকা থেকে দার্জিলিংয়ের কোনও পাহাড়ি গাড়িকে যাত্রী বা পর্যটক তুলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সমতলের চালকরা। এই অচলাবস্থায় উৎসবের মরসুমে গভীর উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা। এই সমস্যা সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। পাহাড়-সমতলের গাড়ির চালকদের নিয়ে জিটিএ প্রধান অনীত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-কে নির্দেশ দেয় রাজ্য প্রশাসন। বুধবার বৈঠকে কাটল জট।

