বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে বোমাবাজি মৃত্যু হয়েছে সিয়াম নামে এক যুবকের। ঢাকায় চার্চ লক্ষ্য করে বোমাবাজিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও টার্গেট করা হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-ক্রিসমাসে রঙিন পার্কস্ট্রিট, বড়দিনের সকালে ছুটির মেজাজে বাঙালি
বুধবার রাত আটটা নাগাদ নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দরজার সামনে ককটেল বোমা বিস্ফোরণ হয়। সেই সময় ওই এলাকায় চা খেতে গিয়েছিলেন খুলনার বাসিন্দা সিয়াম (স্থানীয় ডেকোরেটার্স দোকানে কাজ করতেন)। বিস্ফোরণে তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর বা মাত্রই দ্রুত ভট্টাচ্ছলে পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। বাংলাদেশে হিন্দু টার্গেটের পর এবার কি দুষ্কৃতীদের নিশানায় খ্রিস্টানরা? কেন বিস্ফোরণ ঘটানো হলো তা স্পষ্ট নয়।

