প্রতিবেদন : আগামী ২৮ ডিসেম্বর, রবিবার এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সাংগঠনিক বৈঠকে রাজ্যে তৃণমূলের ১ লক্ষ নেতা-কর্মী যোগ দেবেন। তার আগে আজ, শুক্রবার আরও একটি বড়সড় ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন প্রায় ৫ হাজার নেতা-কর্মী।
আরও পড়ুন-দিনের কবিতা
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন ও উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবেন। ছাব্বিশের আগে বাংলা জুড়ে এই নিয়ে প্রচার আরও জোরদার করতে জোর দেবেন। এছাড়াও আলোচনায় থাকবে উন্নয়নের পাঁচালি। সব মিলিয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ড নিয়ে উত্তর থেকে দক্ষিণ, একসুরে মানুষের কাছে প্রচার চালানোই লক্ষ্য।

