উন্নাওয়ের নির্যাতিতাকে উপহাস, তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, এটাই বিজেপি-শাসিত রাজ্যগুলির ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা।
এদিকে উন্নাওয়ের নির্যাতিতা আশঙ্কা প্রকাশ করেছে, কুলদীপ সেঙ্গার যে কোনও জায়গায় পৌঁছে আমাকে খুন করতে পারে। নিরাপত্তার দাবিতে অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠিও দিয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু কোনও উত্তর মেলেনি। ২০১৭ সালে একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়েছিল উত্তরপ্রদেশের উন্নাও। ধর্ষিতা হয় উন্নাও-এর কিশোরী। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ২০১৯ সালের ডিসেম্বরে উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই সাজা মকুব করল দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন-বড়দিনের ৩ বড় ছবি

এই খবরে ভেঙে পড়েন নির্যাতিতা এবং তাঁর পরিবার। ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। লজ্জা-ঘেন্নার মাথা খেয়ে নির্যাতিতা এবং তাঁর মায়ের বিরুদ্ধে তীব্র শ্লেষাত্মক মন্তব্য ছুঁড়ে দেন উত্তরপ্রদেশের গেরুয়া মন্ত্রী ওপি রাজভর। তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উত্তরে তিনি শুধু বলেন, ওঁর বাড়ি তো উন্নাতয়ে…। তার পরেই হাসিতে ফেটে পড়েন তিনি। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে এক হাত নিয়েছেন বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পেয়েছেন। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন। এই বিষয় নিয়ে সর্বত্র বিজেপি নেতৃত্বের সম্পূর্ণ নীরব। আজ বিজেপিশাসিত রাজ্যগুলিতে এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা। যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা মুক্তি পান এবং মন্ত্রীরা ভুক্তভোগীদের উপহাস করেন, তখন আমরা প্রতিটি কন্যা, প্রতিটি মহিলা, প্রতিটি পরিবারের জন্য ন্যায়বিচার চাইতে ব্যর্থ।

Latest article