তৃণমূল পূর্ব বর্ধমান জেলা কমিটি ঘোষণা করা হল

বৃহস্পতিবার ঘোষিত হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূেলর নতুন জেলা কমিটি। একইসঙ্গে ঘোষণা করা হল মহিলা, যুব ও শ্রমিক শাখা সংগঠনের জেলা কমিটিও।

Must read

সংবাদদাতা, বর্ধমান : আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাজ শুরু করে দিল তৃণমূল। বৃহস্পতিবার ঘোষিত হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূেলর নতুন জেলা কমিটি। একইসঙ্গে ঘোষণা করা হল মহিলা, যুব ও শ্রমিক শাখা সংগঠনের জেলা কমিটিও। এদিন বর্ধমানের কালীবাজারে তৃণমূল জেলা অফিসে এই জেলা কমিটির তালিকা ঘোষণা করলেন জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও শাখা সংগঠনের জেলা কমিটির তালিকা ঘোষণা করেন শাখা সংগঠনের জেলা সভাপতিরা।

আরও পড়ুন-কৃষ্ণনগরে দুটি গির্জায় সমারোহে পালিত বড়দিন, অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

রবীন্দ্রনাথ জানিয়েছেন, সামনেই বিধানসভা ভোট, তাই বিধায়েকরা স্বাভাবিকভাবেই নানা কাজে ব্যস্ত থাকবেন, সেইজন্য কয়েকটি বিধানসভা নিয়ে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কাটোয়া, মঙ্গলকোট এবং কেতুগ্রাম বিধানসভার দায়িত্বে থাকবেন আজিজুল হক মণ্ডল। আউশগ্রাম, ভাতার এবং বর্ধমান উত্তর-এর দায়িত্বে দেবু টুডু। বর্ধমান দক্ষিণ, মেমাির, মন্তেশ্বর ও জামালপুরের দায়িত্বে বাগবুল ইসলাম। কালনা, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণের দায়িত্বে নবকুমার কর এবং গলসী, রায়না ও খণ্ডঘোের দায়িত্বে ড. দেবািশস নাগ। এই পর্যবেক্ষকরা বিধায়কের সঙ্গে আলোচনা করে কাজ করবেন।

Latest article