আজ জিতলেই সিরিজ হরমনদের

বিশ্বকাপ জয়ের প্রায় এক মাস পর মাঠে নেমেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ দাপটে জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত।

Must read

তিরুবনন্তপুরম, ২৫ ডিসেম্বর : বিশ্বকাপ জয়ের প্রায় এক মাস পর মাঠে নেমেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ দাপটে জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। শুক্রবার তিরুবনন্তপুরমে তৃতীয় টি-২০ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে উইমেন ইন ব্লু। বড়দিনেও তাই তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুতি সারতে হল হরমনপ্রীত, রিচা ঘোষদের।

আরও পড়ুন-সাহিত্য অ্যাকাডেমিতে ক্ষমতা কায়েমের চেষ্টা বিজেপির, কড়া নিন্দায় শিক্ষামন্ত্রী

প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় সাক্ষাতে ৭ উইকেটে জিতে ২-০ এগিয়ে ভারত। অনায়াস জয় এলেও ফিল্ডিং চিন্তায় রেখেছে দলকে। ভুল শুধরে বাকি ম্যাচগুলোতে আরও উন্নতি চাইছেন হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে পাঁচটি ক্যাচ পড়ে। দ্বিতীয় ম্যাচে অবশ্য উন্নতি করে দল। তিনটি দুরন্ত রান আউট করেন ফিল্ডাররা। তবে বোলিং নিয়ে সন্তুষ্ট ম্যানেজমেন্ট। শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা ভরসা দিচ্ছেন। আগের ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা জ্বরের কারণে খেলতে পারেননি। তিনি ফিরতে পারেন শুক্রবার।
সিরিজের বাকি তিন ম্যাচই তিরুবনন্তপুরমে। শ্রীলঙ্কা নিশ্চয় আশা করবে, ভেনু বদলের সঙ্গে তাদের ভাগ্যও বদলাবে।

Latest article