নতুন বছরের আগে শিলিগুড়ির নিরাপত্তায় একগুচ্ছ উদ্যোগ

সবেতেই মিলেছে বিহারযোগ। চিকেন নেক ব্যবহার করে ভিনরাজ্য থেকে ঢুকে পড়ছে দুষ্কৃতীরা বারে বারে এই তথ্য উঠে এসেছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : একের পর এক চুরি। এটিএম লুঠ, সোনার দোকানে ডাকাতি। সবেতেই মিলেছে বিহারযোগ। চিকেন নেক ব্যবহার করে ভিনরাজ্য থেকে ঢুকে পড়ছে দুষ্কৃতীরা বারে বারে এই তথ্য উঠে এসেছে। এবার নতুন বছর শুরুর আগেই উৎসবের মরশুমে শিলিগুড়ির কড়া নিরাপত্তা নিয়ে হল জরুরি বৈঠক। ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা। মেয়র জানিয়েছেন, পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে সিসিটিভি, ট্রাফিক ও অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন-ভারততীর্থকে স্বপ্নভঙ্গের ইতিহাস করার চেষ্টা ব্যর্থ করুন

এর পাশাপাশি শহরের যানজট কমাতে ও সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন বাজার এলাকায় পার্কিং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে হকার্স কর্নার, মহাবীরস্থান-সহ অন্যান্য ব্যস্ত বাজার এলাকায় সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শহরের নিরাপত্তা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব এসজিডিএর চেয়ারম্যান দিলীপ দুগ্গারকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হকার্স কর্নার পরিদর্শনে যান। সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি। মূলত বৈঠক শেষে সরজমিনে বিষয়বস্তু খতিয়ে দেখতেই এদিন তার এই উদ্যোগ। পরিদর্শন শেষে দিলীপ দুগ্গার বলেন, শহরের যানজট এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।

Latest article