ফিরল পোষ্য বেড়াল জেবুও

১৭ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে বড়দিনের সকালে বাংলাদেশ ফিরলেন খালেদাপুত্র তারেক রহমান।

Must read

ঢাকা: ১৭ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে বড়দিনের সকালে বাংলাদেশ ফিরলেন খালেদাপুত্র তারেক রহমান। ভোটমুখী বাংলাদেশে বৃহস্পতিবার তারেকের পরিবারের সঙ্গে লন্ডন ঢাকায় এসেছে তাঁর কন্যার প্রিয় বেড়াল ‘জেবু’। বিএনপির তরফেও সেই প্রিয় পোষ্যের ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা : ‘দেশে ফিরেছে জেবু’।

আরও পড়ুন-শীতে কাঁপছে বাংলা, শুক্রেই মরশুমের শীতলতম দিন

সোনালি হলুদ সাইবেরিয়ান প্রজাতির এই বেড়ালটিও এখন আগ্রহের কেন্দ্রে। তারেক রহমানকে নিয়ে এদিন বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি তারেক রহমান এক সাক্ষাৎকারে বলেন, এই বেড়ালটি মূলত আমার মেয়ের। তবে এখন সে আমাদের পরিবারের সবারই খুব আদরের হয়ে গিয়েছে এবং আমরা সবাই তাকে অনেক ভালবাসি। এর আগেও বিভিন্ন সময়ে জেবুর সঙ্গে নিজের সময় কাটানোর ভিডিও ও ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেন খালেদাপুত্র। তারপর থেকেই জেবু সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয়।

Latest article