মেঘনায় দুই যাত্রিবাহী লঞ্চের ধাক্কায় মৃত ৪, আহত বহু

সংঘর্ষের পর যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ জানার জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Must read

বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বাংলাদেশের মেঘনা (Meghna) নদীতে যাত্রিবাহী দুটি লঞ্চের ধাক্কা লেগে মৃত্যু হয় চার জনের। হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি জায়গায় এদিন এই দুর্ঘটনা ঘটে। বেসরকারি সূত্রে যদিও জানা গিয়েছে মৃতের সংখ্যা সাত এবং আহত একাধিক যাত্রী। তাঁদের উদ্ধার করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার চাঁদপুর ইউনিটের নদী পুলিশের এসপি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ জানার জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-ফিরল পোষ্য বেড়াল জেবুও

বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ ও ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩, এই দুটি যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার ফলেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এর ফলে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এই দুর্ঘটনায় এক মহিলা এবং তিন জন পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Latest article