”ভুল করেছিলাম’’,তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পার্নো

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি অভিনেত্রী পার্নো মিত্র

Must read

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীও ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্ৰেস নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তিনি শাসকদলে যোগ দেন।

আরও পড়ুন-মেঘনায় দুই যাত্রিবাহী লঞ্চের ধাক্কায় মৃত ৪, আহত বহু

এদিন পার্নো বলেন, ‘’আজ আমার জন্য খুব বড় দিন। আমার নতুন পথে যাত্রা শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাব। ছ’বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান করেছিলাম। যে ভাবে ভেবেছিলাম, সে ভাবে বিষয়টি এগোয়নি। মানুষ ভুল করে কিন্তু সেটা শুধরে নেওয়ার সময় এসে গিয়েছে বলে তৃণমূলে যোগ দিলাম।”

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা জানিয়েছিল পার্নো মিত্র। নেত্রীর সম্মতি নিয়েই এদিন ওকে দলে নেওয়া হল।”

আরও পড়ুন-নতুন বছরের আগে শিলিগুড়ির নিরাপত্তায় একগুচ্ছ উদ্যোগ

প্রসঙ্গত, পার্নো মিত্র ২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেন। ছোটপর্দায় রবি ওঝার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’ থেকেই তিনি জনপ্রিয়তা পান। এরপর অঞ্জন দত্তর হাত ধরেই বড় পর্দায় জায়গা করে নেন তিনি।‘রাজকাহিনী’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ এর মত বেশ কিছু জনপ্রিয় ছবি তিনি করেছেন।

Latest article