ভারত : (প্রথম ইনিংস): ২০২, দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): (১ উইকেটে ৩৫ রানের পর) এলগার ক পন্থ বো শার্দূল ২৮, পিটারসেন ক মায়াঙ্ক বো শার্দূল ৬২, ভ্যানডার ডুসেন ক পন্থ বো শার্দূল ১, বাভুমা ক পন্থ বো শার্দূল ৫১, ভেরিন এলবিডব্লু বো শার্দূল ২১, জেনসেন ক ও বো শার্দূল ২১, রাবাডা ক সিরাজ বো শামি ০, মহারাজ বোল্ড বুমরা ২১, অলিভিয়ের নটআউট ১, এনগিডি ক পন্থ বো শার্দূল ০। অতিরিক্ত : ১৬। মোট (৭৯.৪ ওভারে অলআউট): ২২৯ রান। উইকেট পতন: ২-৮৮, ৩-১০১, ৪-১০২, ৫-১৬২, ৬-১৭৭, ৭-১৭৯, ৮-২১৭, ৯-২২৮, ১০-২২৯।
আরও পড়ুন-অজয় মিশ্রকে আড়াল কেন, প্রশ্ন টিকায়েতের
বোলিং : বুমরা ২১-৫-৪৯-১, শামি ২১-৫-৫২-২, সিরাজ ৯.৫-২-২৪-০, শার্দূল ১৭.৫-৩-৬১-৭, অশ্বিন ১০-১-৩৫-০। ভারত (দ্বিতীয় ইনিংস): রাহুল ক মার্করান বো জেনসেন ৮, মায়াঙ্ক এলবিডব্লু বো অলিভিয়ের ২৩, পূজারা নটআউট ৩৫, রাহানে নটআউট ১১। অতিরিক্ত : ৮। মোট (২০ ওভারে ২ উইকেটে): ৮৫ রান।
উইকেট পতন : ১-২৪, ২-৪৪। বোলিং : কাগিসো রাবাডা ৬-১-২৬-০, ডুয়েন অলিভিয়ের ৪-০-২২-১, লুঙ্গি এনগিডি ৩-১-৫-০, মার্কো জেনসেন ৬-২-১৮-১, কেশব মহারাজ ১-০-৮-০।