নয়াদিল্লি, ৪ জানুয়ারি : বর্তমান ভারতীয় ক্রিকেট দলের পেস আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বলে চিহ্নিত করলেও, একজন বাঁ হাতি পেসারের অভাব বোধ করছেন জাহির খান। তিনি মনে করেন, তাতে বুমরা-শামি-সিরাজদের নিয়ে গড়া ভারতীয় পেস ব্যাটারির বৈচিত্র এবং গভীরতা আরও বেড়ে যেত।
খেলোয়াড় জীবনে জাহির নিজে ছিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি পেসার। নেই নেই করে তাঁর ঝুলিতে রয়েছে মোট ৫৯৭ আন্তর্জাতিক উইকেট। কিন্তু তিনি অবসর নেওয়ার পর থেকে, ভারতীয় ক্রিকেটে আর সেভাবে কোনও বাঁ হাতি জোরে বোলার উঠে আসেনি। জয়দেব উনাদকট, খলিল আহমেদ, বারিন্দার স্রানরা সুযোগ পেলেও, নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ। গত অস্ট্রেলিয়া সফরে সাড়া জাগিয়েছিলেন টি নটরাজন। কিন্তু তিনিও চোট-আঘাতে জর্জরিত হয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন।
আরও পড়ুন-স্কোরবোর্ড, দ্বিতীয় দিন
দীর্ঘদিন ধরে কোনও বাঁ হাতি জোরে বোলার উঠে না আসা প্রসঙ্গে জাহিরের বক্তব্য, ‘‘প্রতিভার কোনও অভাব নেই। এটা সময়ের ব্যাপার। হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় ক্রিকেটে একজন বাঁ হাতি পেসারের দরকার রয়েছে। যে সর্বোচ্চ পর্যায়ে নিজের জাত চেনাবে।’’ টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আরও যোগ করছেন, ‘‘তেমন একজন বোলার উঠে এলে বুমরা-শামিদের আরও ধারালো দেখাবে।’’
একই সঙ্গে বর্তমান ভারতীয় পেস আক্রমণের প্রশংসা করে জাহির বলেন, ‘‘বর্তমান ভারতীয় দলের পেসাররা প্রত্যেকেই আমাকে মুগ্ধ করেছে। আপনি শামি বলুন বা বুমরা অথবা সিরাজ। এরা প্রত্যেকেই নিজেদের জাত চিনিয়েছে। এছাড়া ইশান্ত ও উমেশের মতো অভিজ্ঞ জোরে বোলাররা রয়েছে। শার্দূল উঠে এসেছে। সব মিলিয়ে ভারতীয় দলের বোলিংয়ে গভীরতা ও বৈচিত্রের অভাব নেই।’’