প্রতিবেদন : শুক্রবার হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুরে রানি ভবশঙ্করী মেলার উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বক্তব্য রাখতে গিয়ে যুবভারতী-কাণ্ড নিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যগুলির বিজেপি সরকারকে তোপ দাগলেন ফিরহাদ (Firhad Hakim)। মন্ত্রীর কথায়, টিকিট কেটে অনেকেই মেসিকে দেখতে পায়নি। আয়োজনের ত্রুটি ছিল। কিন্তু অন্য কোথাও সমস্যা হলে হইচই হয় না কেন? সারা ভারতবর্ষে কি কোথাও এইরকম ঘটনা ঘটে না? গুজরাতে সেতু ভেঙে ১২৩ জন মারা গেলেও সবাই চুপ থাকে। কোনও তদন্ত হয় না। কারণ, মোদিবাবু রেগে যাবে। হাথরসে ২৩ জন মারা গেলেও সবাই চুপ থাকে। কারণ, যোগী থাপ্পড় মারবে। কেরলে পদপিষ্ট হলেও কোনও আলোচনা নেই। যত মস্তানি সব বাংলায়!
আরও পড়ুন-মানবে না হার, তৃণমূল আবার: ১ জানুয়ারি থেকে জোড়া কর্মসূচি আত্মতুষ্টি নয় যুদ্ধের সময়, বার্তা অভিষেকের

