কাজের চাপে বিএলও, এসআইআর আতঙ্কে রাজ্যে একদিনে মৃত ৪

Must read

প্রতিবেদন : এসআইআর-কাণ্ডে (West Bengal_SIR) জারি মৃত্যুমিছিল। একই দিনে এক বিএলও-সহ চারজনের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া, গোয়ালপোখর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং মুর্শিদাবাদ থেকে এসেছে ওই চার মৃত্যুর খবর। শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম আলম শেখ (৬৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মহেশপুরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এসআইআরের (West Bengal_SIR) শুনানির নোটিশ পাওয়ার পরই আলম শেখ দুশ্চিন্তায় পড়ে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আলম শেখের স্ত্রী নাসিফাজান বিবির অভিযোগ, নোটিশ পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন আলম। কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। এদিকে, এনুমারেশন ফর্মে নামের বানান ভুল থাকায় আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের আব্দুল মুত্তালিব। এরই সঙ্গে উত্তর দিনাজপুরের চোপড়ায় মৃত্যু হয়েছে এক বিএলওর। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর সংক্রান্ত কাজের মাত্রাতিরিক্ত চাপেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম বিপিন টোপ্পো (৪৫)। তিনি চোপড়া ব্লকের ৭৮ নম্বর বুথের বিএলও এবং বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক ছিলেন। খবর পাওয়ামাত্রই চোপড়ার মৃত বিএলও এবং গোয়ালপোখরের যুবকের বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানি। দু’টি পরিবারেরই পাশে থাকার কথা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক হামিদুল রহমান। বিএলও-র অসহায় পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথা দেন মন্ত্রী। এদিন সন্ধেয় আবার মুর্শিদাবাদ থেকে আসে আরও একটি মৃত্যুর খবর। ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা নিমাই মালের। তিনি জিতারপুর এলাকায় একটি ইটভাটায় শ্রমিক ছিলেন। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ

Latest article