মোদি জমানায় ইস্তফা ২৩ হাজার জওয়ানের

Must read

নয়াদিল্লি: কেন? কোনও উত্তর নেই মোদি সরকারের। কিন্তু বড় প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা। তবে আধাসামরিক বাহিনীতে কর্মরত হাজার হাজার জওয়ান চাকরি ছেড়ে দিচ্ছেন৷ নিজের মুখে একথা স্বীকার করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিয়েছেন তথ্য-পরিসংখ্যানও। মোদি সরকারের কার্যকালে গত ১১ বছরে ২৩,০০০ জওয়ান আধা সামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিয়েছেন৷ চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ ইউসুফ পাঠানের লিখিত প্রশ্নের জবাবে৷ সদ্য শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের শেষলগ্নে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান জানতে চেয়েছিলেন, মোদি সরকারের কার্যকালে কর্মরত আধাসামরিক বাহিনীর জওয়ানদের (Soldier) মধ্যে কতজন তাঁদের চাকরিতে ইস্তফা দিয়েছেন৷ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানান, গত ১১ বছরে ২৩,৩৬০ জন জওয়ান আধাসেনার চাকরি ছেড়েছেন৷ এর মধ্যে সব থেকে বেশি ৭৪৯৩ জন চাকরি ছেড়েছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে৷ এর পরেই আছে সিআরপিএফ৷ আধাসেনার এই শাখা থেকে গত ১১ বছরে চাকরি ছেড়েছেন এমন জওয়ানের সংখ্যা ৭৪৫৬৷ তৃতীয় স্থানে আছে সিআইএসএফ, যেখানে চাকরি ছাড়া জওয়ানের সংখ্যা ৪১৩৭৷ এর পরেই আছে আইটিবিপি যেখানে গত ১১ বছরে চাকরিতে ইস্তফা দেওয়া জওয়ানের সংখ্যা ১৯৬৭৷ এই সময়ে এসএসবিতে ১৯৩৬ জন এবং অসম রাইফেলসে ৩৭১ জন চাকরি ছেড়েছেন বলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ বিগত বছরগুলির মধ্যে গত বছর অর্থাত্‍ ২০২৪ সালে সব থেকে বেশি ৩০৭৭ জন জওয়ান আধাসামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিয়েছেন৷

আরও পড়ুন-কাজের চাপে বিএলও, এসআইআর আতঙ্কে রাজ্যে একদিনে মৃত ৪

তাত্‍পর্যপূর্ণ হল, কেন এই ভাবে হাজার হাজার কর্মরত জওয়ান তাঁদের আধাসামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিচ্ছেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ একইসঙ্গে তিনি জানাননি, এই জওয়ানদের ছেড়ে যাওয়া শূন্য পদে নিয়োগের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আধাসামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রে কোনও অসন্তোষের কারণে এই ভাবে হাজার হাজার জওয়ান (Soldier) তাঁদের চাকরি ছাড়ছেন কি না, সেই বিষয় নিয়েও কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ মোদি সরকারের মন্ত্রীর এই নীরবতা আখেরে গোটা দেশের নিরাপত্তাকেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে বলে দাবি জানানো হয়েছে ওয়াকিবহাল মহল সূত্রে৷

Latest article