১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেখান: ৩১ তারিখ দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানাবেন অভিষেক

Must read

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? তালিকা দেখান ৩১ তারিখ দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেটা দিতে না পারলে কমিশন অফিস ঘেরাও করা হবে। শনিবার সাংবাদিক বৈঠকে SIR নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন অভিষেক। স্পষ্ট জানালেন, বাংলার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে। অভিষেকের কথায়, ওরা এসআইআর করছে, বাংলার মানুষ এফআইআরে জবাব দেবে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এসআইআর শুনানি পর্বের প্রথম দিনেই সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জবাব চাইবেন, কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? শুধু তাই নয়, এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও চাইবেন তিনি। না দিলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

এসআইআরের বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক। বাংলায় প্রচুর বাংলাদেশী ও রোহিঙ্গা রয়েছে- বিজেপি নেতাদের এই অভিযোগের পাল্টা ৫৮ লক্ষ ২০ হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার তালিকা প্রকাশের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচার! নিন্দায় সরব মুখ্যমন্ত্রী

লজিক্যাল ডিসক্রিপ্যান্সি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো থাকেন অভিষেক। তাঁর কথায়, “লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে বলে একটা লিস্ট ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার কোনও প্রমাণ নেই। ১ কোটি ৩৬ লাখ মানুষের নামের পদবিতে গোলমাল আছে বলছিলেন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ”১৬ ডিসেম্বর ওরা বলে দিল অসঙ্গতি রয়েছে। ওদের কাছে কোন জাদুকাঠি রয়েছে যে, ৮০ হাজার বিএলওকে দিয়ে সাত কোটি ডেটা একদিনে যাচাই করে দিল। অসঙ্গতির হিসাব দিয়ে দিল।” এই সংক্রান্ত তালিকা প্রকাশ না করতে পারলে নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে হবে বলেও সাফ জানান অভিষেক।

রীতিমতো তথ্য তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এসআইআরে বাংলায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ৭,৭৫ কোটি জনগণের মধ্যে ৫৭.৩০ লক্ষের নাম বাদ গিয়েছে। শতকরা হিসাবে ১২.৫ শতাংশ। গুজরাটে ৯.৯৫ শতাংশ হিসাবে ৬০.৪১ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। ছত্তিশগড়ে ৩.১২ লক্ষ। শতকরা হিসাবে ৮.৭৬ শতাংশ। সিপিএমের কেরলে ৩.৬২ কোটির মধ্যে ২৪.৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬.৬৫ শতাংশ হারে নাম বাদ গিয়েছে। বাংলায় ১০.৫ কোটির মধ্যে ৫.৭৯ শতাংশ হারে ৫৮.২০ লক্ষের নাম বাদ গিয়েছে। সুতরাং অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা সব থেকে কম।

Latest article