প্রতিবেদন : হিংসার বাংলাদ্বেষে সংস্কৃতির কোনও জায়গা নেই! এবার পদ্মাপারে বাংলাদেশি রকস্টার জেমস (James) ও তাঁর রকব্যান্ড নগরবাউলের অনুষ্ঠানে হামলা মৌলবাদী দুষ্কৃতীদের। ফরিদপুরের স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডবে বাতিল হল জেমস ও তাঁর দলের কনসার্ট। এর আগে ঢাকার ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে রবীন্দ্র-নজরুল-লালনের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছে মৌলবাদী গুন্ডারা। আর এবার ফরিদপুরের স্কুলে তাণ্ডব চালিয়ে বন্ধ করে দেওয়া হল নগরবাউল জেমসের লাইভ কনসার্টও! আয়োজকদের দাবি, হামলাকারীরা সব বহিরাগত! শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জেমস (James) ও তাঁর ব্যান্ড। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বহিরাগত দুষ্কৃতীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক তাণ্ডব চালায়। আয়োজকদের দাবি, স্কুলের বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানটি কেবলমাত্র বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য ছিল। কিন্তু কয়েক হাজার বহিরাগত দর্শক সেখানে হাজির হয়। তাদের ভিতরে ঢুকতে বাধা দিলে অসন্তোষ বাড়তে থাকে। বহিরাগতরা স্কুলের বাইরেই অবস্থান শুরু করে। স্কুলের বাইরে থেকে অনুষ্ঠান দেখার জন্য স্কুল কর্তৃপক্ষ দুটি প্রোজেক্টর লাগিয়ে দেওয়ার কথা বললেও বহিরাগতরা শান্ত হয়নি।

