কিয়েভ : শান্তি বৈঠকের আগেই বিশ্বাসভঙ্গ? নাকি নেপথ্যে অন্য চক্রান্ত? অনেকদিন পরে এমন প্রবল রুশ হামলার মুখে পড়ল ইউক্রেন। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীদের মধ্যে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, রাশিয়া কিয়েভ লক্ষ্য করে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ছোট-মাঝারি হামলা, পালটা হামলা ২০২২ সাল থেকেই চলে আসছে ২০২২ সাল থেকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একদিন আগেই রুশ হামলা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক বিশেজ্ঞদের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-দিনের কবিতা
রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। ঠিক এমন প্রেক্ষাপটেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রুশ বাহিনী। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শহরের বিভিন্ন প্রান্তে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছু ক্ষেত্রে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আকাশ কমলা রঙে ভরে ওঠে। কিভের আকাশে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায় এয়ার ডিফেন্স সিস্টেমকে। পাশাপাশি, একাধিক আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করেছেন। ওই খসড়ায় বলা হয়েছে, দুই পক্ষ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। কিন্তু তার আগে ইউক্রেনে এই হামলা নতুন করে অশান্তির সৃষ্টি করল।

