ঢাকা : হিংসার বাংলাদেশে সংস্কৃতির কোনও জায়গা নেই! এবার পদ্মাপারে বাংলাদেশি রকস্টার জেমস ও তাঁর রকব্যান্ড নগরবাউলের অনুষ্ঠানে হামলা মৌলবাদী দুষ্কৃতীদের। ফরিদপুরের স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডবে বাতিল হল জেমস ও তাঁর দলের কনসার্ট। এর আগে ঢাকার ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে রবীন্দ্র-নজরুল-লালনের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছে মৌলবাদী গুন্ডারা। আর এবার ফরিদপুরের স্কুলে তাণ্ডব চালিয়ে বন্ধ করে দেওয়া হল নগরবাউল জেমসের লাইভ কনসার্টও! আয়োজকদের দাবি, হামলাকারীরা সব বহিরাগত! শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জেমস ও তাঁর ব্যান্ড। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বহিরাগত দুষ্কৃতীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক তাণ্ডব চালায়। আয়োজকদের দাবি, স্কুলের বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানটি কেবলমাত্র বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য ছিল। কিন্তু কয়েক হাজার বহিরাগত দর্শক সেখানে হাজির হয়। তাদের ভিতরে ঢুকতে বাধা দিলে অসন্তোষ বাড়তে থাকে। বহিরাগতরা স্কুলের বাইরেই অবস্থান শুরু করে। স্কুলের বাইরে থেকে অনুষ্ঠান দেখার জন্য স্কুল কর্তৃপক্ষ দুটি প্রোজেক্টর লাগিয়ে দেওয়ার কথা বললেও বহিরাগতরা শান্ত হয়নি।
আরও পড়ুন-অর্থনৈতিক অস্থিরতা পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ডাক্তার-ইঞ্জিনিয়াররা
এরপরই দেওয়াল বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে অনেকে। কিন্তু সেখানেও বাধা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাইরে থেকে স্কুলের ভিতরে ইট-পাথর ছোঁড়া শুরু করে তারা। তাতেই আহত হন ২৫ থেকে ৩০ জন! তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। তবে শেষপর্যন্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে বাধা পেয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বাধ্য হয় ওই আক্রমণকারীরা। এদিকে, বিশৃঙ্খলা শুরুর সময় কাছেই গেস্ট হাউসে ছিলেন রক তারকা জেমস ও তাঁর গানের দল। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়ে তাঁরা ফরিদপুর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। ঘটনার পর শিল্পী জেমস বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়ায় জানান, এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা!
এদিকে বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের তাণ্ডব অব্যাহত। এবার রাতের অন্ধকারে ঠাকুরগাঁওয়ে ভাঙচুর করা হল মাজার। শনিবার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাকার রাজপথ পরিক্রমা করে মোমবাতি মিছিল। বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান শান্তির আবেদন জানিয়ে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। শনিবার বিএনপির ওয়ার্কিং প্রেসিডেন্ট তারেক রহমান ভোটার তালিকায় নাম তুলতে গিয়েছিলেন নির্বাচন কমিশনে।

