বর্ষশেষে জাঁকিয়ে শীত রাজ্যে

পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতে সামান্য উষ্ণতার ইঙ্গিত মিললেও বছর শেষে শীতের সেই অভাব পূরণ হয়ে যাচ্ছে।

Must read

প্রতিবেদন : পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতে সামান্য উষ্ণতার ইঙ্গিত মিললেও বছর শেষে শীতের সেই অভাব পূরণ হয়ে যাচ্ছে। বর্ষশেষের আগেই জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে। কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, পূর্বাভাসমতো পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে দেখলেন পূর্তমন্ত্রী

কিন্তু নতুন বছরের শুরুতে তাপমাত্রা ফের ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও তাতে বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে আজ ও কাল ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি থাকবে। কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে। কিছু জেলায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Latest article