প্রতিবেদন : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত যেসব ভোটারের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারসূত্রে যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি তাঁদের শুনানিতে না-ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-বর্ষশেষে জাঁকিয়ে শীত রাজ্যে
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ক্ষেত্রে যোগসূত্র পাওয়া যায়নি। অথচ সংশ্লিষ্ট ভোটারদের ক্ষেত্রে ২০০২-এর ভোটার তালিকায় নিজের নাম বা বংশগত যোগসূত্র স্পষ্টভাবে নথিভুক্ত রয়েছে এবং তা সিইও দফতরের ওয়েবসাইটেও প্রকাশিত। এই পরিস্থিতিতে দফতর জানিয়েছে, এমন ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হবে না। যাচাইয়ের জন্য ২০০২ সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক অংশ সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে ইআরও অথবা এআরওরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট নথি আপলোড করবেন।

