সোমবার দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান

এই কাজের জন্য কত অগাস্ট মাসের টেন্ডার ডাকে হিডকো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের মধ্যেই 'দুর্গা অঙ্গন' নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে।

Must read

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পাওয়ার পর চলতি বছরের একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বছর শেষ সবার আগেই নিউটাউনের দুর্গা অঙ্গনের। আগামী ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজে ভিত পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান শিলান্যাস করার পরই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ। নিউটাউনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন-রবিবারে ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

নিউটাউনে হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan)। নির্মাণ কাজের জন্য প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই কাজের জন্য কত অগাস্ট মাসের টেন্ডার ডাকে হিডকো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের মধ্যেই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে।

Latest article