মেলবোর্ন, ৪ জানুয়ারি : যাবতীয় জল্পনার অবসান। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। সার্ব টেনিস তারকা নিজেই জানিয়ে দিলেন এ খবর। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে মেলবোর্নগামী উড়ান ধরার আগে নিজের সহাস্য ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন-করোনা আবহে আজ শুরু সিডনি টেস্ট
জকোভিচ জানিয়েছেন, করোনার প্রতিষেধক না নিলেও, শারীরিক পরীক্ষার পর তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি প্রিয়জনদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। এবার ছাড়পত্র পেয়ে গিয়েছি। ফলে আমার ২০২২ শুরু হল।’
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন জকোভিচের মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলা নিয়ে গত কয়েক মাস ধরেই জোর চর্চা চলছিল। কারণ জকোভিচের করোনার প্রতিষেধক নিতে অনীহা। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের প্রধান ক্রেগ টিলে সাফ জানিয়ে দিয়েছিলেন, মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসরে খেলতে হলে জকোভিচকে করোনার প্রতিষেধক নিতেই হবে। অথবা চিকিৎসকদের ছাড়পত্র দেখাতে হবে। এই দুটোর মধ্যে কোনও একটি শর্ত পালন করলেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র পাবেন সার্ব টেনিস তারকা। করোনার টিকা না নিলেও, শেষ পর্যন্ত চিকিৎসকদের ছাড়পত্র নিয়েই খেলবেন জকোভিচ।