প্রতিবেদন: বাংলার সৃজনশীল মুখ্যমন্ত্রীকে নিউটাউনের বইমেলায় ভোজবাজির উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইওর ভয়েজ ও আইরিস ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে নিউটাউনের সিটি স্কোয়ারের মাঠে শুরু হয়েছে বইমেলায় ভোজবাজি।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বাংলাদেশি-পাকিস্তানি: বেসুরো বিজেপি সাংসদ
শনিবারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শুভাপ্রসন্ন ছাড়াও ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, শিল্পী শিপ্রা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল অরিত্রিকা ভট্টাচার্য, তৃণমূল পদাধিকারী ও সমাজসেবী রিতা গায়েন, বিনু মণ্ডল এবং রাজারহাট নিউটাউনের সংখ্যালঘু সেলের নেতা মহম্মদ আফতাব উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অভিনব খাদ্য ও বইমেলায় শহরের হরেকরকমের খাবারের রেস্তোরাঁ ছাড়াও হাজির হয়েছে বিভিন্ন প্রকাশনী সংস্থা। মেলার অন্যতম আকর্ষণ মমতা বিতান। যেখানে মুখ্যমন্ত্রীর লেখা নানা রাজনৈতিক ও অরাজনৈতিক বই রয়েছে। এদিনের মঞ্চ থেকে শিল্পী শুভাপ্রসন্ন বলেন, কোনও কিছু সৃষ্টি করা সহজ ব্যাপার নয়। ভেতর থেকে সাহস লাগে। যাতে ভর করে মানুষ অনেক কিছু করতে পারে। এক হচ্ছে ইচ্ছা আর দ্বিতীয় হল স্বপ্ন। স্বপ্নকে বাস্তবায়িত করার সাহস ভারতে কেন পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনও নেত্রীর নেই।

