জিৎ-এর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা

বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিৎ-এর অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা।

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিৎ-এর অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। রাঢ় বাংলার কুটিরশিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। গতকাল পর্যন্ত মেলা স্বাভাবিকভাবে চললেও তাল কাটল গতকাল রাতে। যদুভট্ট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিৎ।

আরও পড়ুন-বিএলএ ২-দের দায়িত্ব বোঝালেন সুব্রত বক্সি

আটটা নাগাদ অনুষ্ঠান শুরু করেন জিৎ ও সহশিল্পীরা। শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান দেখতে। ভিড় এতটাই বৃদ্ধি পায় যে তা সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থল রণক্ষেত্র হয়ে ওঠে। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনের ব্যারিকেড ভেঙে ফেলে। ভাঙা হয় কয়েকশো চেয়ার। ভাঙচুর চলে আশপাশের বেশ কিছু দোকানেও। অভিযোগ, দোকান থেকে লুট করে নেওয়া হয় টাকাপয়সা। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলে খবর। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়।

Latest article