প্রতিবেদন : আবার বাংলা বলার অপরাধে বিজেপি-শাসিত ওড়িশায় পরিযায়ী শ্রমিক নিগ্রহ। ভুবনেশ্বরে বাড়িতে হানা দিয়ে ঘুম থেকে তুলে বেধড়ক মারধর করা হল মুর্শিদাবাদের ভগবানগোলার রফিকুল শেখকে। আহত অবস্থায় প্রাণভয়ে রফিকুল ভগবানগোলায় পালিয়ে এসে আপাতত তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন-বাড়ি-বাড়ি গিয়ে ভোট হলে হিয়ারিং নয় কেন? ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন অভিষেকের
ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। কিছুদিন আগেই জুয়েল রানা নামে এক পরিযায়ী শ্রমিককে বাংলা বলায় পিটিয়ে খুন করা হয়েছে। তাঁর দুই সঙ্গী এখনও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই আবার বাংলার পরিযায়ী শ্রমিককে নিগ্রহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিজেপি-শাসিত রাজ্যে এইভাবে বাঙালি শ্রমিকদের নিগ্রহের তীব্র প্রতিবাদ করেছেন।

