প্রতিবেদন : বছর শেষে শীত কামড় বসাচ্ছে জোরদার। কলকাতার উষ্ণতা সামান্য বাড়লেও শীতের আমেজ অব্যাহত। হালকা কুয়াশায় ঢেকে ছিল চারদিক। তবে সকাল ১০টার পর থেকে রোদের দেখা মিলেছে খানিকটা। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বদল হবে না।
আরও পড়ুন-বাংলা বলায় ফের ওড়িশায় শ্রমিক নিগ্রহ
কনকনে ঠান্ডা উত্তরেও। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। তাতে নতুন বছরের শুরুতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে কমবে দৃশ্যমানতা।

