সুকান্ত তাড়িয়েছেন, পাশে অভিষেক

Must read

প্রতিবেদন : তাড়িয়ে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি। দেখা করা তো দূরের কথা, চৌহদ্দিতে ঢুকতে দেননি অধ্যাপক সুকান্ত মজুমদার। অথচ রাজনীতির ওপিঠে তাকিয়ে দেখুন— অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুধু যে তাঁদের সঙ্গে দেখা করলেন তাই নয়, সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। অসিত সরকার ও গৌতম বর্মন দু’জন পরিযায়ী শ্রমিক। থাকেন সুকান্তর সংসদীয় এলাকায়। এঁরা পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বইয়ের ভিওয়ান্ডিতে কাজ করতে গিয়েছিলেন। অপরাধ— বাঙালি এবং বাংলাভাষা। বিজেপি রাজ্যের চরিত্র সকলে এখন দেখছেন। দুই বাঙালিকেই গ্রেফতার করা হয়েছিল। দু’জনেরই এসআইআর খসড়া তালিকায় নাম রয়েছে। লজ্জাজনক হল, গৌতম আবার নিজেই বিজেপির বুথ সভাপতি। সুকান্ত ঘুরেও তাকাননি। অভিষেক পাশে দাঁড়ালেন এবং বললেন, এটা রাজনীতির বিষয় নয়। এটা বাংলা-বাঙালি এবং আত্মসম্মানের প্রশ্ন, মানবিক দায়বদ্ধতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে দু’জনেই বললেন, আমরা আশ্বস্ত এবং আমরা খুশি। সুকান্তবাবু তাকাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই জ্বালা জুড়িয়ে দিলেন।

আরও পড়ুন-শুনানির নামে চরম হয়রানি

Latest article