তিরুবনন্তপুরম, ২৯ ডিসেম্বর : শ্রীলঙ্কা (India Vs Sri lanka) পরে ব্যাট করে ১০ ওভারে ৯৫/১ তুলে ফেলার পর মনে হয়েছিল তারা পাল্টা দিচ্ছে। কিন্তু শেষমেশ সেই হার। ৩০ রানে জিতে মেয়েদের টি-২০ সিরিজ ৪-০ করে ফেলল ভারত। তাদের সামনে এখন হোয়াইটওয়াশের হাতছানি।
ভারতের মতোই ভাল শুরু করেছিলেন দুই ওপেনার হাসিনি পেরেরা (৩৩) ও অধিনায়ক চামারি আতাপাত্তু। ৫৯ রানে তাদের প্রথম উইকেট পড়ে যখন অরুন্ধতী রেড্ডি ফিরিয়ে দেন পেরেরাকে। তিনে নেমে ইমেশা দুলানি (২৯) আতাপাত্তুর সঙ্গে রানকে বাড়িয়ে নিয়ে যান। কিন্তু আতাপাত্তু বৈষ্ণবীর বলে ৫২ রানে আউট হতেই রান ২০ ওভারে ১৯১/৬-এ আটকে যায়।
আতাপাত্তু ভারতকে (India Vs Sri lanka) আগে ব্যাট করতে দিয়েছিলেন উইকেটের নিচে যে ময়েশ্চার আছে তার সুবিধা নিতে। কিন্তু তাঁর আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। প্রথম উইকেটে ১৬২ রান তুলে ফেলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দিলহারি আর কাবান্দা ৪৩ ও ৪৭ রান দিয়েও উইকেটের মুখ দেখেননি। আসলে স্মৃতি ও শেফালি সিংহলি বোলারদের লেংথ রাখতেই দেননি।
আরও পড়ুন-সুকান্ত তাড়িয়েছেন, পাশে অভিষেক
এখানকার উইকেটে বরাবর রান ওঠে। যখন শিশিরের বেশি উৎপাত নেই তখন আগে ব্যাট করে নিতে পারত শ্রীলঙ্কা। বিশেষ করে যখন তাদের ব্যাটিং-বোলিং কিছুই ভাল হচ্ছিল না। ভুলটাই পরে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয়। শেফালি ১৫.২ ওভারে আউট হয়েছেন। নিপাগের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে করেন ৭৯ রান। ৪৬ বলে ১২টি চার ও ১টি ছক্কা। এরপর ৮০ রানে ফিরেছেন স্মৃতি। শেহানির বলে দুলানি তাঁর ক্যাচ নেওয়ার আগে স্মৃতি ৪৫ বলে ১১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
শেফালির পর ৬ রানের মধ্যে স্মৃতিও আউট হয়ে যান। এদিন তিনি চতুর্থ ব্যাটার হিসাবে ১০ হাজার রান করলেন। ভারত এরপর আর উইকেট হারায়নি। রিচা ঘোষ ও হরমনপ্রীত কৌর মিলে অপরাজিত জুটিতে ৫৩ রান যোগ করেন। রিচাকে দ্রুত রান তুলতে উপরে পাঠানো হয়েছিল। তিনি দায়িত্ব পালন করেছেন। ১৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কা মেরে ৪০ নট আউট থেকে যান। হরমনপ্রীত নট আউট ছিলেন ১৬ রানে। ভারতের ২২১/২ টি-২০ ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান।

