প্রতিবেদন : যে পুরসভার চেয়ারম্যানরা মানুষের জন্য কাজ করবেন না, তাঁদের ওই পদে থাকার কোনও প্রয়োজন নেই! রবিবার তৃণমূলের এক লক্ষাধিক নেতা-কর্মী-পদাধিকারীদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর আবহে এবং বিধানসভা নির্বাচনের আগে দলের প্রত্যেক পদাধিকারীর সক্রিয়তায় বাড়তি জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভার চেয়ারপার্সনদের কাজে গাফিলতি দেখা গেলে পদ থেকে অপসারণের সতর্কবার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই দলের তরফে যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের বদল শুরু হয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে, বিভিন্ন পুর-অঞ্চলে পুরপ্রধানের নেতৃত্বে দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে রদবদল চলছে। দলের সাফ বক্তব্য, কাজ না করলে পদ থেকে সরে দাঁড়াতে হবে! এদিন দলের ১ লক্ষ ২০ হাজার নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেই বার্তা আবারও মনে করিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

