প্রতিবেদন: বর্ষশেষের রাতে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ৩১ ডিসেম্বর ৮টি অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চলবে। ক্ষুদিরামগামী ৩টি বাড়তি মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫২, ১০টা ৫মিনিট এবং ১০টা ১৮-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের বাড়তি মেট্রো মিলবেরাত ৯টা ৫৪, ১০টা ৪ এবং ১০টা ১৭ মিনিটে।
এদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে।
আরও পড়ুন-বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

