এমসিজিকে কড়া বার্তা আইসিসির

Must read

দুবাই, ২৯ ডিসেম্বর : আশঙ্কা সত্যি করে বক্সিং ডে টেস্টের পিচ নিয়ে কড়া বার্তা দিল আইসিসি (ICC)। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এমসিজির পিচকে অসন্তোষজনক বলার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে।
খেলা শুরুর আগে এমসিজির ২২ গজে ১০ মিলিমিটার ঘাস দেখে চমকে গিয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড শিবির। শেষ পর্যন্ত মাত্র দু’দিনেই শেষ হয়ে যায় বক্সিং ডে টেস্ট। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কড়া সমালোচনার মুখে পড়েছেন পিচ কিউরেটর ম্যাচ পেজ। এবার পালা ছিল আইসিসির। নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের পর আইসিসির কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। ম্যাচের পিচ কেমন ছিল, তা নিয়েও মতামত পেশ করেন। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পিচ রেটিং করে থাকে আইসিসি।
এদিন আইসিসি (ICC) জানিয়েছে, মেলবোর্ন মাঠের পিচ অস্তোষজনক। ম্যাচ রেফারি জেফ ক্রো রিপোর্টে লিখেছেন, পিচ বোলারদের অতিরিক্ত সাহায্য করেছে। তাই মাত্র দু’দিনেই ৩৬ উইকেট পড়েছে। তাই এমসিজিকে একটি ডিরেমিট পয়েন্ট দেওয়া হল। সংশ্লিষ্ট ভেন্যু এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, যদি পাঁচ বছরের মধ্যে কোনও মাঠ ছ’টি ডিমেরিট পয়েন্ট পায়। তাহলে সেই ভেন্যুকে এক বছরের জন্য নির্বাসিত করে আইসিসি। ওই এক বছর সেখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় না।

আরও পড়ুন-কমিশনে ৫ দফা দাবি পেশ তৃণমূলের, উত্তর না পেলে ফের আসব

Latest article