সেরা কার্লসেন, ব্রোঞ্জ জয় অর্জুন ও হাম্পির

Must read

দোহা, ২৯ ডিসেম্বর : টানটান উত্তেজনা এবং তুমুল নাটকীয়তার মধ্যে ফিডে ওয়ার্ল্ড র‍্যা পিড দাবায় চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। ওপেন বিভাগে এই নিয়ে ষষ্ঠবারের মতো এই খেতাব জিতলেন নরওয়ে তারকা। এই বিভাগে রানার্স হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির আর্তেমিয়েভ এবং তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অর্জুন এরিগাইসি।

আরও পড়ুন-এমসিজিকে কড়া বার্তা আইসিসির

সপ্তম রাউন্ডে আর্তেমিয়েভের কাছে হেরে মেজাজ হারিয়েছিলেন কার্লসেন (Magnus Carlsen)। হল থেকে বেরিয়ে যাওয়ার সময় কিংবদন্তি নরওয়ের গ্র্যান্ডমাস্টার ধাক্কা মারেন এক চিত্র সাংবাদিককে। যদিও সেই বিতর্ক রেশ ফেলতে পারেনি কার্লসেনের পারফরম্যান্সে। শেষ দিনে টানা তিন জয় এবং অন্তিম রাউন্ডে ডাচ দাবাড়ু অনিশ গিরির সঙ্গে ড্র করে ১০.৫ পয়েন্ট নিয়ে খেতাব নিশ্চিত করে ফেলেন তিনি। প্রসঙ্গত, এর আগে ২০১৪, ২০১৫, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে এই খেতাব জিতেছিলেন কার্লসেন। এদিকে, মেয়েদের বিভাগে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পিকে। অথচ শেষ রাউন্ডের শেষে হাম্পি ৮.৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে চিনের ঝু জিনা ও রাশিয়ার আলেকসাদ্রা গোরিয়াচকিনার সঙ্গে শীর্ষে ছিলেন। কিন্তু টাইব্রেকে পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে শেষ করেন। প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন যথাক্রমে গোরিয়াচকিনা ও ঝু জিনা।

Latest article