প্রতিবেদন : মঙ্গলবার বাঁকুড়ায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Barjora_mamata banerjee)। বড়জোড়ার (Barjora_mamata banerjee) বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে ১২০ ফুট দৈর্ঘ্য, ৬০ ফুট প্রস্থবিশিষ্ট সভামঞ্চ। সামনে আলাদা ভিআইপি করিডর ও মিডিয়া গ্যালারি রাখা হয়েছে। সভাস্থল ঘুরে দেখেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাতো, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ছিলেন বড়জোড়ার বিডিও কার্তিকচন্দ্র রায়, আইসি দেবাশিস পান্ডা, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক অলোক মুখোপাধ্যায় প্রমুখ। মঙ্গলবার হেলিকপ্টারে মাঠে আসবেন মুখ্যমন্ত্রী। সেজন্য তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মহড়ায় পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় হেলিকপ্টার।
আরও পড়ুন-কমিশনে ৫ দফা দাবি পেশ তৃণমূলের, উত্তর না পেলে ফের আসব

