প্রতিবেদন : আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফায় ২৮৩টি পদের জন্য ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে হবে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট। কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ। মৌখিক ইন্টারভিউ ছাড়াও, একজন প্রার্থী কীভাবে শ্রেণিকক্ষে পড়াবেন তা-ও দেখাতে হবে।
আরও পড়ুন-আজও বিকল্প নেই ব্রেইলের
পর্ষদের সল্টলেক অফিসে চাকরিপ্রার্থীদের ১৭ দফা নথির অরিজিনাল ও সেল্ফ অ্যাটেসটেড ফটোকপি নিয়ে আসতে হবে। তিন দফায় নথি যাচাই করা হবে পর্ষদের তরফে। গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। এছাড়াও স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি অনলাইনে আপলোড করতে হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, বছর শেষে শুধু ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের নিয়োগের ইন্টারভিউ হবে। বাকি স্কুলগুলির জন্য নতুন বছর শুরু থেকেই ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হবে।

