দলে অহংকারী, ইগো আছে এমন লোককে রাখব না। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে সরাসরি বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বললেন, “দলের প্রেসিডেন্ট – চেয়ারম্যানদের বলছি কেউ কোনও ইগো দেখালে একদিনে বাদ দিয়ে দেবো। এটা যুদ্ধের সময়। গণ্ডগোলের সময় নয়। প্রত্যেকের নাম তুলবেন।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফ কথা, চোখ কান খোলা রাখতে হবে। তাঁর সংযোজন,”আমাদের লোকেরা অন্যায় করলে আমি ছাড়ি না। এরপরই বিজেপিকে নিশানা করে দলনেত্রী বলেন,”তোমাদের লোকেরা কিভাবে ছাড়া পাচ্ছে।”
আরও পড়ুন- পহেলগাঁও হামলা-দিল্লি বিস্ফোরণ কি আপনারা করলেন?: নাম না করে দুর্যোধন-দুঃশাসনকে তোপ মুখ্যমন্ত্রীর
দলীয় কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” উন্নয়নের পাঁচালিতে যা যা বলা হয়েছে তা গিয়ে প্রচার করুন।” এদিন বাঁকুড়ার জনসভা থেকে বিজেপি এবং কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শুনানিতে বয়স্ক মানুষদের হেনস্থা করার অভিযোগ তোলেন তিনি।

