সিডনি, ৩০ ডিসেম্বর : অবশেষে নিলামে উঠতে চলেছে সাত দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত মালিকানায় থাকা স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন টুপি। ১৯৪৭-৪৮ মরশুমে ভারতের বিরুদ্ধে সিরিজে ওই টুপি পরে খেলেছিলেন স্যার ডন। এই ব্যাগি গ্রিন ঐতিহাসিক কারণ, স্বাধীনতার পর ওটাই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর! ফলে ক্রিকেট সংগ্রাহকদের কাছে এই টুপি রীতিমতো লোভনীয়।
আরও পড়ুন-রবীন্দ্রনাথ হলেন সান্যাল! এই জন্যই অমিত শাহরা বহিরাগত
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঐতিহাসিক ওই সফরের পর ব্র্যাডম্যান নিজের ব্যাগি গ্রিন উপহার দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার শ্রীরঙ্গ বাসুদেব সোহনিকে। তার থেকে ওই টুপি গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের কাছে ছিল। না কোনও মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে। না কোনও নিলামে উঠেছে। স্যার ডনের ব্যবহার করা বেশিরভাগ ব্যাগি গ্রিন হয় মিউজিয়ামে অথবা কড়া নিরাপত্তায় ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। সেই নিরিখে, এই ব্যাগি গ্রিনের নিলামে ওঠা বিরল ঘটনা। নিলাম সংস্থা লয়েডস অকশনস-এর প্রতিনিধি লি হোমস বলেছেন, এটা ক্রিকেট ইতিহাসের একেবারে খাঁটি অংশ। যা স্যার ডন ব্র্যাডম্যান নিজের হাতে উপহার দিয়েছিলেন। জানা গিয়েছে, নিলামের দর শুরু হবে অস্ট্রেলীয় এক ডলার থেকে। তবে তা চড়তে চড়তে গিয়ে কোথায় দাঁড়াবে, সেটা বলা কঠিন। এর আগে ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হয়েছিল ভারতীয় মুদ্রায় ২.৬৩ কোটিতে। এবার সেই দরও ছাপিয়ে যাবে বলে আশাবাদী নিলাম সংস্থা।

